মাদক ছেড়ে দেওয়ার জন্য নিজের ইচ্ছেই যথেষ্ট

দীর্ঘদিন মাদকবিরোধী নানা কর্মসূচি, মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভায় চিকিৎসক ও মনোবিজ্ঞানীদের পরামর্শ ও পর্যবেক্ষণ অনুসরণে লিখেছেন আশফাকুজ্জামান।

মাদকবিরোধী স্টিকার প্রতিযোগিতা ২০১৭ পুরশকারপ্রাপ্ত ফাবলিহা জাফনার আঁকা ছবি।

মাদক ছেড়ে দেওয়ার জন্য নিজের ইচ্ছেই যথেষ্ট-

- মাদক গ্রহণ সহজ। কিন্তু ছেড়ে দেওয়াটা কিছুটা কঠিন। তবে সবকিছুর একটা শেষ আছে। দিনের পর দিন মাদকাসক্ত জীবন কারো ভালো লাগেনা। একসময় জীবনের প্রতি ঘৃণা জন্মে। জীবন তাঁকে দিশেহারা করে দেয়। তাই মাদকাসক্ত ব্যক্তি সুস্থ হতে চায়।

- অন্যদের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়। এ কথা প্রায় নিশ্চিত করে বলা যায়, কেউ যদি নিজের ইচ্ছায় মাদক ছাড়তে চায়, সে অবশ্য ছাড়তে পারে। তখন মাদকমুক্ত হওয়া অনেক সহজ ও দ্রুত হয়।

- অনেককে জোর করে ইচ্ছার বিরুদ্ধে মাদক ছাড়তে বাধ্য করা হয়। এ ক্ষেত্রে মাদকমুক্ত হতে সময় বেশি লাগে। নিজের ইচ্ছায় ছাড়তে চাইলে খুব অল্প সময়ে দ্রুত মাদকমুক্ত হওয়া যায়।

- কিছুদিন নিরাময়কেন্দ্র অথবা কোন বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসার পর এক-দুই বছর চিকিৎসকের পরামর্শমতো নিয়মের মধ্যে চললে যে কেউ জীবনের মূল ধারায় ফিরে আসতে পারে।