মা-বাবা অবশ্যই সন্তানকে সময় দিতে হবে

আমরা কেউ চাই না সন্তানেরা মাদকাসক্ত হোক। সন্তানেরা যাতে মাদকাসক্ত না হয়, সে ক্ষেত্রে মা-বাবার কি কোনো ভূমিকা আছে? এর উত্তরে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা রহমান জানালেন, ‘প্রথমে আমাদের ঘরের পরিবেশ সুন্দর করতে হবে। তাদের মধ্যে ভালো সম্পর্ক থাকবে। মা-বাবা দায়িত্বশীল আচরণ করবেন। পরিবার থেকেই সন্তানেরা আত্মবিশ্বাসী, আত্মপ্রত্যয়ী ও আত্মমর্যাদাশীল হয়। বাইরের প্রতিকূল পরিবেশ সম্পর্কে সন্তানদের ধারণা দিতে হবে। তার পেছনে আমরা লেগে থাকব না। তাকে সন্দেহ করব না। মায়া-মমতা দিয়ে সন্তানদের কাছে রাখতে হবে। মা-বাবাকে সন্তানদের পর্যাপ্ত সময় দিতে হবে। অর্থ বা অন্য কোনো কাজে এমনভাবে ছোটা যাবে না, যাতে সন্তানদের সঙ্গে মা-বাবার দূরত্ব তৈরি হয়। তাদের সঙ্গে বন্ধুর মতো মিশতে হবে। তাদের কথা মন দিয়ে শুনতে হবে।’

ফারজানা রহমান আরও জানালেন, আমরা কেবল সন্তানদের দোষ দিই। কিন্তু মা-বাবারও অনেক উদাসীনতা ও গাফিলতি আছে। আমাদের কাছে অনেক সন্তান বলে, ‘জীবনে অনেক কিছু পেয়েছি। কিন্তু যেটা চেয়েছি, সেটা পাইনি। বাইরে থেকে ঘরে ফিরে দেখি মা-বাবা নেই। শূন্য বাসা। দুজনেই সকালে বেরিয়ে যান, রাতে ফেরেন। দিনের পর দিন তাদের জন্য অপেক্ষা করি। অনেক ভালো লাগা, খারাপ লাগা তাদের জানাতে চাই, পারি না। টাকাপয়সা সবই পেয়েছি। কিন্তু মা-বাবার কাছ থেকে ভালোবাসা পাইনি। মাঝেমধ্যে সবকিছু অর্থহীন মনে হয়েছে। হতাশায় ভুগতে ভুগতে কোনো একসময় মাদক নিয়েছি।’ সন্তানদের এই অভিযোগ অমূলক নয়। মা-বাবাকে অবশ্যই সন্তানদের সময় দিতে হবে। মা-বাবার আচার-আচরণ, তাঁদের নিজেদের ভালো সম্পর্ক, তাদের নৈতিকতা, মূল্যবোধ সবকিছু সন্তানদের প্রভাবিত করে।

উল্লেখ্য করোনাকালে প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী অনলাইন পরামর্শ সভা হয়েছে ২৪টি। প্রতি মাসে দ্বিতীয় ও চতুর্থ সপ্তাহে বিকেল ৪টায় প্রথম আলো, প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজ এবং প্রথম আলোর ইউটিউব চ্যানেল থেকে এই আয়োজনটি সরাসরি সম্প্রচার করা হয়।