বিয়ের পর থেকে পজিটিভ প্যারেন্টিং চর্চা করা উচিত

প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। করোনাকালে এ সভা চলছে অনলাইনে। গত ২৭ এপ্রিল বুধবার বেলা সাড়ে ৩ টা থেকে আধা ঘণ্টা প্রথম আলোর ফেসবুক পেজে মাদকবিরোধী অনলাইন পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। আধা ঘণ্টার এই আয়োজনে অনলাইন মাদকবিরোধী পরামর্শ দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাইকিয়াট্রি বিভাগের অধ্যাপক ডা. সুলতানা আলগিন।অনলাইন এই অনুষ্ঠানে যে বিষয়গুলো আলোচনায় আসে সেগুলো প্রশ্ন ও উত্তর আলোকে প্রকাশিত হচ্ছে। আজকে থাকছে পর্ব-৬১।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাইকিয়াট্রি বিভাগের অধ্যাপক ডা. সুলতানা আলগিন।

প্রশ্ন: পজিটিভ প্যারেন্টিং চর্চাটা কীভাবে শুরু করবেন এবং কোন বয়স থেকে শুরু করতে হবে?

উত্তর: বিয়ের পর থেকে পজিটিভ প্যারেন্টিং চর্চা করা উচিত । বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মনোরোগ বিভাগে প্রতি রবিবার সাইকোথেরাপি ট্রেনিং হয়। সেখানে পজিটিভ প্যারেন্টিং ট্রেনিং দেওয়া হয়। বিয়ের পর থেকেই শুরু করা উচিত বাচ্চাকে কীভাবে সময় দেবেন। নিজের দায়িত্ব বোধ, যৌথ পরিবারের ভূমিকা কি, কীভাবে বাচ্চাকে সময় দেওয়া ।বাবা মা সন্তানকে যথেষ্ট সময় দেওয়া। বাবা মায়ের মধ্যে সম্পর্কে ঘাটতি থাকলে । স্বামী-স্ত্রীর দায়িত্ব ঘাপলা থাকলে দূরত্ব তৈরি হতে পারে। সবার মধ্যে বন্ধন দরকার। পজিটিভ প্যারেন্টিং আজকাল বেড়েছে।

কারও দৈহিক, মানসিক সমস্যা থাকলে , বাচ্চাদের ডিপ্রেশন থাকলে , মানসিক সমস্যা থাকলে লোকজনের মধ্যে মেলামেশায় সমস্যা শুরু হয়। আর সমস্যা শুরু হলেও সেখান থেকেই পজিটিভ প্যারেন্টিং শিখতে হয়। এটি যে কোন বয়সেই হতে পারে।