বাবা-মাকেও বুঝতে হবে তার সন্তান কী চায়

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক এবং ওসিডি ও জেরিয়াট্রিক ক্লিনিকের কনসালট্যান্ট ডা.সুলতানা আলগিন জানালেন, ’সন্তান যদি কোন কারণে ভুল করে তবে তাকে বোঝাতে হবে। সব সময় ধমক দিয়ে কাজ হয় না । বাবা মাকে ও বুঝতে হবে তার সন্তান কী চায় । অ্যাডজাস্ট করতে হবে। কিশোর বয়সে ভুল করলে তাকে সেখান থেকে ফিরে আনা দরকার । বাবা -মা সন্তানকে ভালো মন্দ বোঝাতে হবে। বাচ্চাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হব।’

তিনি আরও বলেন, ‘বাবা মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক এমন হওয়া উচিত যেন সন্তান বাবা-মাকে সবকিছু খুলে বলতে পারে । অভিভাবকদের আচরণও সেই রকম হতে হবে। প্যারেন্টিং স্টাইল কয়েক রকম হতে পারে। কিছু বাবা-মা চায় সন্তান ডিসিপ্লিনভাবে চলবে। পান থেকে চুন খসলেই সন্তানকে ধমকের ওপর রাখেন তাহলে সন্তানের সঙ্গে একটা দূরত্ব তৈরি হবে। শিশুদের আত্মবিশ্বাস ছোটবেলা থেকেই বাড়াতে হবে। মাদক সম্পর্কে সচেতন করতে হবে। মাদকের ক্ষতিকারক দিক সম্পর্কে সন্তানের সঙ্গে খোলামেলা আলোচনা করা দরকার। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে সন্তান সবকিছু খুলে বলবে।’

করোনাকালে প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী অনলাইন পরামর্শ সভা হয়েছে ২৭টি। প্রতি মাসে দ্বিতীয় ও চতুর্থ সপ্তাহে বিকেল ৪টায় প্রথম আলো, প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজ এবং প্রথম আলোর ইউটিউব চ্যানেল থেকে এই আয়োজনটি সরাসরি সম্প্রচার করা হয়। এই আয়োজনেও দর্শকেরা সরাসরি যুক্ত হয়ে বিশেষজ্ঞ মনোরোগ চিকিৎসকদের প্রশ্ন করে প্রয়োজনীয় উত্তর জেনে নেন। অনলাইন আয়োজনের বিস্তারিত প্রথম আলো ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়ে থাকে।