ধূমপান ছেড়ে দেওয়া সহজ

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক আহমেদ হেলাল বলেছেন, ‘ধূমপান হচ্ছে মাদকের জগতের প্রবেশদ্বার। তাই এই প্রবেশদ্বারকে এড়িয়ে চলতে হবে।আর যারা ইতিমধ্যে ধূমপান করেন, তারা চাইলে তা ছেড়ে দিতে পারেন। কারণ, ধূমপান ছেড়ে দেওয়া সহজ। চাইলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ধূমপান ছাড়তে পারেন।’

করোনাকালে প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী অনলাইন পরামর্শ সভা হয়েছে ২৮টি। প্রতি মাসে দ্বিতীয় ও চতুর্থ সপ্তাহে বিকেল ৪টায় প্রথম আলো, প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজ এবং প্রথম আলোর ইউটিউব চ্যানেল থেকে এই আয়োজনটি সরাসরি সম্প্রচার করা হয়। এই আয়োজনেও দর্শকেরা সরাসরি যুক্ত হয়ে বিশেষজ্ঞ মনোরোগ চিকিৎসকদের প্রশ্ন করে প্রয়োজনীয় উত্তর জেনে নেন। অনলাইন আয়োজনের বিস্তারিত প্রথম আলো ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়ে থাকে।