দ্বিতীয়বার মাদক যাতে না নেয়, তার আত্মবিশ্বাস বাড়াতে হবে

একজন মাদকাসক্ত চিকিৎসার মাধ্যমে ভালো হয়েছেন। কিন্তু তার মা-বাবা এখনো তাকে তেল পড়া ও পানি পড়া খাওয়ান। এতে সে রেগে গিয়ে মাদক নেওয়ার কথা ভাবতে থাকেন। মা-বাবার আচরণ কেমন হওয়া উচিত । মাদকাসক্তির জন্য রয়েছে বিজ্ঞানসম্মত চিকিৎসা ব্যবস্থা। এ প্রসঙ্গে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও সাইকিয়াট্রি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. জিল্লুর রহমান খান বলেন, চিকিৎসার মাধ্যমে সন্তান ভালো হয়েছে। সে যাতে দ্বিতীয়বার মাদক না নেয়, সে জন্য তার আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করতে হবে।

সে যাতে খারাপ বন্ধুদের সঙ্গে না মিশে সেদিকে লক্ষ রাখতে হবে। মোবাইলের ব্যবহার বন্ধ রাখতে হবে। সে কিছু নির্দিষ্ট জায়গায় মাদক নিত। সেসব জায়গায় যেন না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। টাকাপয়সা যেন না পায়, সে ব্যবস্থা করতে হবে। কিন্তু তার ভালো প্রয়োজনগুলো মেটাতে হবে। তার প্রিয় খাবার, জামাকাপড়, শখের জিনিস অভিভাবক কিনে দেবেন। কিন্তু হাতে টাকা দেওয়া যাবে না। কোনো রোগী ভালো হওয়ার অন্তত দুই থেকে তিন বছর পর্যন্ত এভাবে চলতে হবে। এ সময়ের মধ্যে যদি কোনোভাবে মাদক গ্রহণ না করে, তাহলে পরবর্তী সময়ে সে স্বাধীনভাবে চলতে পারবে। কিন্তু তেল পড়া, পানি পড়া দেওয়ার দরকার নেই। এতে কোনো কাজ হবে না। কিন্তু মনের ওপর বিরূপ প্রভাব পড়বে।

উল্লেখ্য করোনাকালে প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী অনলাইন পরামর্শ সভা হয়েছে ২৪টি। প্রথম আলো ও ট্রাস্টের ফেসবুক পেজ এবং প্রথম আলোর ইউটিউব চ্যানেল থেকে এই আয়োজনটি সরাসরি সম্প্রচার করা হয়। দর্শকেরা সরাসরি যুক্ত হয়ে বিশেষজ্ঞ মনোরোগ চিকিৎসকদের প্রশ্ন করে প্রয়োজনীয় উত্তর জেনে নেন।