‘সবচেয়ে বেশি দরকার পারিবারিক বন্ধন’

প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। গত ১৬ অক্টোবর ২০২১ তারিখে প্রথম আলো ও প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজে মাদকবিরোধী অনলাইন পরামর্শ সভার আয়োজন করা হয়। বিকেল চারটা থেকে আধা ঘণ্টার এই আয়োজনে অনলাইন মাদকবিরোধী পরামর্শ দেন গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা.মো. জোবায়ের মিয়া । অনলাইন এই অনুষ্ঠানে আসা প্রশ্ন ও উত্তরের আলোকে আজকে থাকছে পর্ব-১৭০।

পরামর্শ দেন গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা.মো. জোবায়ের মিয়া।

প্রশ্ন: সন্তান মাদকাসক্ত কিনা বুঝব কিভাবে? সুস্থ করতে কি করব ?

উত্তর: সবচেয়ে বেশি দরকার পারিবারিক বন্ধন । সবার মধ্যে নিয়ম-নীতি  থাকবে,কখন কে কি করবে, ভাব বিনিময় হবে। বাবা মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক ভালো থাকলে সন্তান বিপথে যেতে পারে না।  বিশ্বায়নের যুগে বাবা-মা  সবাই ব্যস্ত। বাবা মায়ের সঙ্গে সন্তানের একটা গ্যাপ থাকা চলবে না। যদি দেখা যায় আপনার  সন্তানের  হঠাৎ করে আচার আচরণ পরিবর্তন হচ্ছে।  যে ছেলেটি চোখ তুলে তাকাতো না সেই অবাধ্য  হয়ে যাচ্ছে । টাকাপয়সা চাহিদা বেড়ে যাচ্ছে ।  না বলে বাইরে থাকে, সব সময় সামাজিক অনুষ্ঠানে যেতে চায় না,  রুমে বন্দী থাকে, দিনে ঘুমায় রাত জাগে।  পোশাকপরিচ্ছদের যত্ন নেই । তার ঘরে মাদকের চিহ্ন, রাংতা কাগজ পাওয়া যায়।   তাহলে বুঝতে পারবেন সন্তান  মাদক গ্রহণ করছে কিনা। তখন মনোরোগ মনোরোগ চিকিৎসকের কাছে যাওয়া উচিত। অভিভাবকের দায়িত্ব কতটা সচেতন হতে হয়। আন্তরিকতার সম্পর্ক বাড়াতে হয়।