‘একবার মাদকাসক্ত হলে আবার মাদক গ্রহণের ঝুঁকি থেকে যায়’

প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। ২০১৪ সালের ১৭ এপ্রিল, ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভার ৪৯তম সভায় মনোরোগ বিশেষজ্ঞগণ উপস্থিত অতিথিদের মাদক সংক্রান্ত নানা বিষয়ে পরামর্শ এবং প্রশ্নের উত্তর দেন। উক্ত সভায় চিকিৎসক ও মনোবিজ্ঞানীদের পরামর্শ ও পর্যবেক্ষণ অনুসরণ করে লিখেছেন আশফাকুজ্জামান। আজকে থাকছে পর্ব-৮০।

প্রশ্ন: আমার সন্তান মাদকাসক্ত ছিল। এখন ভালো হয়েছে। সে বাইরে গেলে ভয় পাই কেন? এ ক্ষেত্রে কি করণীয়?

উত্তর: ভয় পাওয়া না পাওয়া দুটো বিষয়ই আপনার জন্য স্বাভাবিক। আপনি ভয় পেতেও পারেন। ভয় পাওয়ার কারণ হলো, আপনি মাদকের ভয়াবহতা সম্পর্কে জানেন। আপনার সন্তান মাদকাসক্ত ছিল। তখন হয়তো আপনি তাঁর অনেক অমানবিক আচরণ দেখেছেন। অনেক সময় ও চেষ্টার পর হয়তো আপনার সন্তান ভালো হয়েছে। এজন সে বাইরে গেলে আপনার মধ্যে আতঙ্ক কাজ করে। আবার হয়তো মাদক গ্রহণ করতে পারে। আবার সন্তানের রূঢ় আচরণ শুরু হতে পারে। তা ছাড়া একবার মাদকাসক্ত হলে আবার মাদক গ্রহণের ঝুঁকি থেকে যায়। এসব ভাবনা আপনার মধ্যে দুশ্চিন্তা তৈরি করে। এটা আপনার মধ্যে এক ধরনের মানসিক সমস্যা তৈরি করছে। কিছু ওষুধ খেলে ও বিশেষজ্ঞের পরামর্শ নিলে ঠিক হয়ে যাবে।