ফ্যামিলি সাপোর্ট গ্রুপ কী?

দীর্ঘদিন মাদকবিরোধী নানা কর্মসূচি, মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভায় চিকিৎসক ও মনোবিজ্ঞানীদের পরামর্শ ও পর্যবেক্ষণ অনুসরণে লিখেছেন আশফাকুজ্জামান।

পরিবারের কোনো সদস্য যদি মাদকাসক্ত হয়, সেই ব্যক্তির চিকিত্সায় পরিবারগুলোর অন্যের সহযোগিতার প্রয়োজন। মাদকাসক্ত ব্যক্তির পরিবারগুলোকে সহযোগিতার জন্য এসব পরিবার নিয়ে যে গ্রুপ বা দল তৈরি হয়, তাকে ফ্যামিলি সাপোর্ট গ্রুপ (পারিবারিক সহযোগিতা দল) বলে। মাদকাসক্তির চিকিত্সায় পরিবারের অংশগ্রহণ এবং ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের দেশে পরিবারের ভূমিকা বা অংশগ্রহণ খুব কম। পরিবারকে সচেতন, এক পরিবারের কাছ থেকে অন্য পরিবারের শিক্ষা গ্রহণ, পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা, চিকিত্সাপ্রাপ্ত রোগীর প্রতি করণীয় ও মনোভাব ইত্যাদি বিষয়ে সঠিকভাবে কাজ করতে হয়। এ জন্য অনেক মাদকাসক্তি পুনর্বাসনকেন্দ্র ফ্যামিলি সাপোর্ট গ্রুপ গঠন করে থাকে। মাদকাসক্ত ব্যক্তির চিকিত্সায় ফ্যামিলি সাপোর্ট গ্রুপ অনেক কার্যকর ভূমিকা রাখতে পারে।