‘সন্তানকে আত্মপ্রত্যয়ী করতে হবে’

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ৩০ আগস্ট ২০২২, প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক মোহিত কামাল নানা প্রশ্নের উত্তর দেন। এ সব প্রশ্ন ও উত্তরের আলোকে আজকে থাকছে পর্ব-১১৫।

প্রশ্ন: সন্তানের সঙ্গে কথা বলার সময় কি বিচেনায় রাখতে হবে?

উত্তর: সন্তানের সঙ্গে কথা বলার সময় সন্তানের বয়সের, বোধের লেভেল এক হতে হবে। যখন আমরা কথা বলব সন্তানের কথায় মনোযোগ দিব। তার কথায় ফিডব্যাক দিব।  সন্তানরা এটা চায় আমার কথা আমার বাবা বা মা শুনেছে । গুরুত্ব দিয়েছে। মাকে কথাটা বলতে পেরেছি। যদি শিশুর কথা না শোনেন সে গাল ফুলিয়ে থাকবে।

সন্তান ভালো কিছু করলে উল্লাস করব,  জড়িয়ে ধরব । আদর করব। যোগ্যতা তৈরি হয় তার পারফরমেন্সের ওপর। নিজের ঘাটতি থাকলেও  তা আবিষ্কার করতে হবে । সে বুদ্ধিমান নিজের ঘাটতি থেকে সংশোধন করতে পারে। বাচ্চা বুঝতে পারে এটা আমার দোষ । শিশুর বেড়ে ওঠার ফাউন্ডেশন হলো প্যারেন্টিং।

শিশুকালে ভালো প্যারেন্টিং করা হলে  ‘না ’ বলার  সক্ষমতা তৈরি হবে। বন্ধুরা নেশার জন্য জোর করলেও সে ‘না’ বলতে পারবে।   সবশেষে বলব, বাবা-মা হাসিখুশি থাকবেন, ভালো দাম্পত্য সম্পর্ক রাখবেন।  স্বামী যদি স্ত্রীর খোঁজ খবর নেয়, সন্তান দেখবে তার বাবা-মা শান্তিতে আছে। সন্তান আত্মপ্রত্যয়ী হবে। মাদককে ‘না’ বলতে পারবে।