হতাশাগ্রস্ত হওয়া যাবে না, আশাবাদী হতে হবে

প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী আন্দোলনের অংশ হিসেবে মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। গত ১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখ গাজীপুর ছায়াবিথী সোসাইটি উচ্চ বিদ্যালয়ের হলরুমে।

প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী আন্দোলনের অংশ হিসেবে মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। গত ১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখ গাজীপুর ছায়াবিথী সোসাইটি উচ্চ বিদ্যালয়ের হলরুমে কর্মশালাটি আয়োজন করা হয়। ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস ও প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্যদ কর্মশালাটির আয়োজন করে। সভায় পরামর্শ দেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ও জনস্বাস্থ্যবিশেষজ্ঞ মো. বখতিয়ার, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (সাইকিয়াট্রি) জোবায়ের মিয়া এবং ঢাকা সিটি হাসপাতাল লিমিটেডের কনসালট্যান্ট (সাইকোথেরাপিস্ট) মাহমুদা মুহসিনা।

অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেন সিটি হাসপাতাল লিমিটেডের সাইকোথেরাপিস্ট কনসালট্যান্ট মাহমুদা মুহসিনা। তিনি বলেন, মন ও শরীর একে অন্যের পরিপূরক। শরীর ভালো রাখেতে হলে মনকে সুস্থ ও ভালো রাখতে হবে ছায়াবীথি সোসাইটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মাসুদুর রহমান বলেন, মানুষের জীবনে অনেক বাধা বা প্রতিকূলতার সৃষ্টি হবে; কিন্তু এতে মন খারাপ করার কিছু নেই বা হতাশাগ্রস্ত হওয়া যাবে না। আমাদের আশাবাদী হতে হবে। সব প্রতিকূলতা ফেলে এগিয়ে গেলেই সফলতা আসবে।