‘নিয়ম অনুযায়ী চিকিৎসা করলে অবশ্যই মাদকাসক্ত রোগী ভালো হয়’

প্রথম আলো ট্রাস্টের ৪৯তম মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয় ২০১৪ সালের ১৭ এপ্রিল, ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে। এ সভা মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামাল উপস্থিত সবাইকে অভিনন্দন জানান। তিনি বলেন যে, মাদকাসক্ত রোগীদের চিকিৎসার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য। মাদকাসক্ত রোগীদের চিকিৎসা কিছুটা দীর্যমেয়াদি। তাই ধৈর্যের কোনো বিকল্প নেই। অনেকে এদের মারধর করেন। আটকে রাখেন। এসব কাজে ভালো ফল পাওয়া যায় না। বরং ক্ষতি হয়। অনেকে আবার মাদকাসক্ত রোগীদের লুকিয়ে রাখেন। আত্মীয়স্বজনসহ মানুষের সামনে আনেন না। অন্যের সঙ্গে পরামর্শ করেন না। লজ্জায় ঘরে লুকিয়ে রাখেন। এর কোনোটাই মাদকাসক্ত রোগীদের জন্য মঙ্গলজনক না।

সভায় তিনি আরও বলেন, মাদকাসক্তকে একটা রোগ মনে করতে হবে। মাদককে ঘৃণা করব, মাদকাসক্ত রোগীকে নয়। ঘর থেকে বের হলেই মাদকের হাতছানি। তাই কে, কখন মাদকাসক্ত হবে কেউ জানি না। কেউ মাদকাসক্ত হলে সর্ব শক্তি নিয়ে তার পাশে দাঁড়াতে হবে। মাদকাসক্ত রোগীকে সার্বিক সহযোগিতা করতে হবে। চিকিৎসক, আত্মীয়স্বজন—সবার পরামর্শ নিতে হবে। দ্রুত চিকিৎসার আওতায় আনতে হবে। সব ধরনের মায়া-মমতা, আদর, ভালোবাসা দিয়ে সেবা করতে হবে। চিকিৎসকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। অনেকেই মনে করেন, মাদকাসক্ত রোগী সহজে ভালো হয় না। দৃঢ়তার সঙ্গে বলতে চাই। নিয়ম অনুযায়ী চিকিৎসা করলে অবশ্যই মাদকাসক্ত রোগী ভালো হয়।