অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক এ এস এম রিদওয়ান।

‘সিগারেট ছাড়ার উপায় কী’ কিংবা ‘মাদক নিলে কী অসুখ হয়’, এমন সব প্রশ্ন ছিল খুদে শিক্ষার্থীদের। চিকিৎসকও প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন সাবলীলভাবে। অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক এ এস এম রিদওয়ান। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে এ এস এম রিদওয়ান বলেন, একেক ধরনের মাদকের একেক ধরনের ক্ষতিকর দিক রয়েছে। তাই মাদকের চাহিদা কমানোর জন্য সবার সচেতনতার কোনো বিকল্প নেই।