প্রশ্ন ও উত্তর পর্ব-৩৯
মাদক গ্রহণে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হতে পারেন
প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। করোনাকালে এ সভা চলছে অনলাইনে। গত ১০ ফেব্রুয়ারি ২০২১ তারিখে প্রথম আলো ও প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজে মাদকবিরোধী অনলাইন পরামর্শ সহায়তা সভাটি অনুষ্ঠিত হয়। বিকেল চারটা থেকে আধা ঘণ্টার এই আয়োজনে অনলাইন মাদকবিরোধী পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা.ফারজানা রহমান। অনলাইন এই অনুষ্ঠানে যে বিষয়গুলো আলোচনায় আসে সেগুলো প্রশ্ন ও উত্তর আলোকে প্রকাশিত হচ্ছে। আজকে থাকছে পর্ব-৩৯।
প্রশ্ন: সিজোফ্রেনিয়ার লক্ষণ কি? পরিবারের লোকজন কীভাবে বুঝবে?
উত্তর: তরুণ বয়সেই লক্ষণগুলো বেশি দেখা যায়। পরিবারের লোকজন খেয়াল করলে দেখতে পান হাসি-খুশি দিন দিন কমে কমে যায়। নিজেকে গুটিয়ে রাখবে। পরিবারের সবাই তাকে মেরে ফেলবে অথবা খাবারে বিষ মিশিয়েছে, এভাবে সবাইকে সন্দেহ করে। কানে কানে কথা শুনতে পায়। তাকে ঘিরে ষড়যন্ত্র করছে। অন্য কেউ অন্য গ্রহের কেউ তাকে নিয়ে যাচ্ছে । এসব লক্ষণ ১ থেকে ৬ মাস দেখা যায়। অন্য আর কোন শারীরিক লক্ষণ থাকে না। সিজোফ্রেনিয়া একটি গুরুতর মানসিক রোগ। মনোরোগ চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে দেখেন এবং তারপরে সিদ্ধান্ত দেন।
যারা ক্রমাগত মাদক গ্রহণ করেন তারাও সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হতে পারেন। ডিপ্রেশন, আত্মহত্যার লক্ষণ হিসেবে দেখা যায় । ক্রমাগত যারা গাঁজা খায় তাদের মধ্যে সিজোফ্রেনিয়া হতে পারে । মাদক গ্রহনের ফলে অন্যান্য মানসিক রোগ ও দেখা যায়।