‘মাদক একদমই অবৈজ্ঞানিক ও একটি ভয়ংকর পথ’

প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। করোনাকালে এ সভা চলছে অনলাইনে। গত ৩০ সেপ্টেম্বর প্রথম আলো ও প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজে মাদকবিরোধী অনলাইন পরামর্শ সহায়তা সভাটি অনুষ্ঠিত হয়। বিকেল চারটা থেকে আধা ঘণ্টার এই আয়োজনে অনলাইন মাদকবিরোধী পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. মেখলা সরকার। অনলাইন এই অনুষ্ঠানে যে বিষয়গুলো আলোচনায় আসে সেগুলো প্রশ্ন ও উত্তর আলোকে প্রকাশিত হচ্ছে। আজকে থাকছে চতুর্থ পর্ব।

প্রশ্ন: আমরা নানা সময়ে শুনে থাকি, হতাশা কাটানোর জন্য মাদক গ্রহণ শুরু হয়। নেশা কখনোই হতাশা কাটাতে পারেনা। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা জানতে চাই।

উত্তর: মাদকবিরোধী অনলাইন পরামর্শ সভায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. মেখলা সরকার জানালেন, ‘মানুষ যখন কোন বিষয়ে উদ্বেগে থাকে, বা কোন কষ্টের সম্মুখীন হয়, কোন চাপে থাকে বা হতাশায় ভোগে তখন তাদের পরিচিতদের মাধ্যমে নেশা গ্রহণ শুরু করে। সাময়িকভাবে বা তাৎক্ষণিকভাবে মাদক হয়তো কারও কারও সেই সমস্যা কমাতে পারে। কিন্তু মূল সমস্যা শেষ হয় না। বরং মাদকের অভ্যাস শুরু হয়ে যায়। যেই ছেলেটা বা মেয়েটা কোনো দিন মাদকের কাছাকাছি যাওয়ার কথা না, সেও মাদকে আসক্ত হয়ে যায়।’

তিনি আরও বললেন, ‘আপনাদের এই আয়োজনের মাধ্যমে জানাতে চাই, কোন ধরনের উদ্বেগের চিকিৎসা বা সমাধান করতে নেশা নয় বা মাদক নয় বরং আপনারা বিশেষজ্ঞদের পরামর্শ নিবেন। মানসিক বিশেষজ্ঞরা বৈজ্ঞানিকভাবে আপনাদের উদ্বেগ, হতাশা বা মানসিক চাপ দূর করতে সহায়তা করতে পারবে। মাদক একদমই অবৈজ্ঞানিক ও একটি ভয়ংকর পথ।’