মাদকমুক্ত থাকতে প্রতিরোধে করণীয়:

- মাদকে আসক্তির কথা গোপন করা যাবেনা।

- মাদকাসক্তকে অপরাধী ভাবা যাবেনা।

- বন্ধু মাদকাসক্ত হলে তাঁকে পরিত্যাগ না করে সুস্থ জীবনে ফিরিয়ে আনার জন্য অনুপ্রেরণা দিতে হবে।

- কৌতূহলে কখনো মাদক গ্রহণ করা যাবেনা।

- সামাজিক/সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশ নিতে হবে।

- প্রয়োজনে স্বজন/চিকিৎসকদের কাছে সাহায্য চাইতে হবে।

- ধৈর্য ধরতে হবে- চিকিৎসায় রাতারাতি কোন সুফল পাওয়া যায় না।