প্রশ্ন ও উত্তর পর্ব-৬৫
‘দেওয়া-নেওয়ার মাঝখানে ব্যালেন্স করতে হবে’
প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। করোনাকালে এ সভা চলছে অনলাইনে। গত ২৭ এপ্রিল ২০২২, বুধবার বিকেল ৪টা থেকে আধা ঘণ্টা প্রথম আলোর ফেসবুক পেজে মাদকবিরোধী অনলাইন পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। আধা ঘণ্টার অনলাইন এই আয়োজনে মাদকবিরোধী পরামর্শ দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাইকিয়াট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এসএম আতিকুর রহমান। অনলাইন এই অনুষ্ঠানে যে বিষয়গুলো আলোচনায় আসে সেগুলো প্রশ্ন ও উত্তর আলোকে প্রকাশিত হচ্ছে। আজকে থাকছে পর্ব-৬৫।
প্রশ্ন: সন্তানকে বড় করতে কোয়ালিটি টাইম দিতে হবে। কোয়ালিটি টাইম বলতে কি বুঝায়?
উত্তর: কোয়ালিটি টাইম বলতে বুঝি, বাচ্চাকে যতটুকু সময় দেবেন তখন তাকে প্রাধান্য দেওয়া, তার চাওয়াকে মূল্য দেওয়া। বাস্তবতা মেনে সন্তানকে সময় দেবেন তা-ই কোয়ালিটি টাইম। সন্তানের আত্মবিশ্বাস হলো সমাজে বা তার সমবয়সীর কাছে নিজের সম্মান ধরে রাখতে পারা। অনেক সময় দেখা যায়, বাবা-মায়ের কাছে সন্তান কিছু চাইলে মা-বাবা তা শুনছেন না। বাচ্চাকে যেন উপেক্ষা না করেন। যা চাইবে তাও যেন না দেই । বাচ্চাকে দেওয়া-নেওয়ার মাঝখানে ব্যালেন্স করতে হবে।