নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শিশু দিবস উদ্‌যাপন

বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীরা চিক্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার প্রথম আলো ট্রাস্ট পরিচালিত আলোর পাঠশালায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্‌যাপিত হয়েছে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের বাবুডাইং গ্রামে বাবুডাইং আলোর পাঠশালা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একই সঙ্গে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত নওগাঁর নিয়ামতপুরে গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালাও জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা, দোয়া এবং বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার শিক্ষার্থীরা রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

বাবুডাইং আলোর পাঠশালায় সকাল ১০টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বেলা সোয়া ১১ টায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, লুইস মুর্মুসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী সাঈদ মাহমুদ।

বক্তারা শিক্ষার্থীদের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন দর্শন, শিশুদের জন্য তাঁর ভালোবাসা, দেশপ্রেম বিষয়ে বক্তব্য দেন। শেষে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয়।

জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়।

প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর বলেন, বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত তিনটি ক্যাটাগরিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে ষষ্ঠ থেকে সপ্তম ও অষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত দুটি ক্যাটাগরিতে শিক্ষা ক্ষেত্রে বঙ্গবন্ধুর ভূমিকা শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিটি ক্যাটাগরির বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এতে করে শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুকে জানার যেমন আগ্রহ বাড়বে, তেমনি দেশ প্রেম জাগ্রত হবে।